নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের (পূর্ব উত্তরশশী) তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের ৩০টি ঘর পুড়ে ছাই।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল সরকার।
তিনি আরও বলেন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ১২টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের আরও অন্তত ২০টি পরিবার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগুনে আমার চারটি ঘর, ধান, চাল, এমনকি নগদ টাকাও পুড়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে।”
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। প্রাথমিকভাবে ১২টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।”
স্থানীয় সুএে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবিক সংকটে পড়েছে এবং স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করছে।