গাজীপুর প্রতিনিধি ঃ
একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য এখনই পদক্ষেপ নিন,, এই প্রতিপাদ্যে গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের উদ্যোগে সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করা হয় ।
র্যালীটি গাজীপুরের চান্দনা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে থেকে শুরু হয়ে কলেজ প্রাঙ্গন পদক্ষিন শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে শেষ হয় । পরে কলেজ প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপন করা হয় । র্যালী শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় । গাজীপুর জেলা রোভারের সহ সভাপতি অধ্যাপক নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অধ্যক্ষ ছানোয়ারা সুলতানা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম,গাজীপুর জেলা রোভারের সাধারন সম্পাদক রবিউল আউয়াল, জেলা রোভারের সহকারী কমিশনার মোফাজ্জল হোসেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোস্তাক আহমেদ, শামীম আহসান, আফরোজা আক্তারসহ জেলার বিভিন্ন কলেজ ও মুক্ত স্কাউটগ্রুপের সদস্যরা অংশ নেন ।