বরিশাল প্রতিনিধি ॥
বরিশালে রাতের আঁধারে সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে ভর্তি মালামাল সরানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ১৭ বিয়ের জনক সাময়িক বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী।
বুধবার(১৭/০৯/২৫) ইং রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি সরকারি বাস ভবন থেকে সরকারি মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি।
পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সাময়িক বরখাস্ত বন কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়েছে। পাশাপাশি তার ট্রাকভর্তি মালামালও থানায় নেয়া হয়েছে।
খবর পেয়ে অভিযুক্ত বন কর্মকর্তা কর্তৃক হয়রানির শিকার ব্যক্তি এবং পাওনাদাররা ভিড় জমান ঘটনাস্থলে। এসময় তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের অভিশাপ এবং হুমকি দেন আলোচিত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাতের আঁধারে নগরীর কাশিপুর বন বিভাগের সরকারি বাংলো থেকে মালামাল ট্রাকে তুলছিলেন আলোচিত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারা। ট্রাকসহ মালামাল নিয়ে যাওয়ার সময় আটক করেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মকর্তারা। তারা দেখতে পান- সরকারি বাংলোতে কবির হোসেন পাটোয়ারী নিজের মালামালের পাশাপাশি সরকারি মালামালও ট্রাকে তুলেছেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে দ্রুত নিজের বাংলোতে গিয়ে অবস্থান নেন অভিযুক্ত বন কর্মকর্তা। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি মালামালসহ অভিযুক্ত বন কর্মকর্তাকে হেফাজতে নেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যবসায়ী রুবেল। তিনি জানিয়েছেন, নগরীর চাঁদমারীতে বন বিভাগের বাংলোতে তাকে দিয়ে কাজ করিয়েছেন কবির হোসেন পাটোয়ারী। কিন্তু কাজের পাওনা ৯ হাজার ৫ টাকা পরিশোধ করেননি তিনি। এছাড়া নগরীর ইউনিক থাই গ্লাস এন্ড মেটাল সেন্টারের মালিক পাবেন এক লাখ ৬১ হাজার টাকা।
অপরদিকে, বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব বলেন, দায়িত্বে থাকাবস্থায় বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন সময় ধার বাবদ আমার কাছ থেকে ছয় লক্ষ ৯৬ হাজার টাকা নিয়েছে। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও সে বিভিন্ন সময় টাকা নিয়ে আর পরিশোধ করেনি। হঠাৎ করেই বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। খবর পেয়ে আমিসহ অন্য পাওনাদাররাও এসে তাকে আটক করে। তাছাড়া তিনি ট্রাকে করে যে মালামাল নিচ্ছিলেন তার মধ্যে সরকারি কিছু মালামালও ছিলো। সেগুলো আমি নামিয়ে রেখেছি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, সদর উপজেলা বন কর্মকর্তা অভিযোগ করেছেন বাংলো থেকে সরকারি মালামাল নিয়ে যাচ্ছিলেন বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। এছাড়া তিনি ওই কর্মকর্তার কাছে টাকা পাবেন। এলাকার বেশ কিছু মানুষ তার কাছে টাকা পাবে বলে আটকে রাখে। অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই বন কর্মকর্তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, পালানোর অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্ত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। তবে এ বিষয়ে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করে উল্টো সাংবাদিকদের অভিশাপ এবং হুমকি দেন।
এর আগে তদন্তে ১৭টি বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একই ঘটনায় ওই বন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ আহমেদ বাবলু।