বরিশাল প্রতিনিধি ॥
বিএনপি’র পায়ের নিচের মাটি ফসকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেন, বিএনপি আজ হোক, কাল হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। যেসব জায়গায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে ইসলাম বিরোধী সমস্ত শক্তি অবশ্যই হারবে।
রোববার বিকেলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর এই গণ-সমাবেশ আয়োজন করে।
গণ-সমাবেশে প্রধান অতিথি মুফতি ফয়জুল করীম অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, কোন এক দিকে ঝুকে যাবেন না। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিতে পারেন না।
তিনি বলেন, নির্বাচন যেদিন করেন আপত্তি নাই। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ব্যতীত যদি নির্বাচন দেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, নির্বাচন কমিশন নিজেই সংবিধানের বাইরে। যেহেতু নির্বাচন কমিশন সংবিধান বিহীন তাই পিআরও পদ্ধতিও সংবিধান বিহীন হওয়া উচিত। সংস্কার, বিচার করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। না হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে।
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামীক দলগুলোকে নির্বাচিত করে একার পরীক্ষা করার অনুরোধ জানান মুফতি ফয়জুল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকীমের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের ও জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর যুগ্ম সম্পাদক মাওলানা আজিজুল হক, সহ-সম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।