ধামরাই প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা ২০ ধামরাই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনি শোডাউন করেন।
বিকেল ৪টার দিকে পৌর শহরের সীমা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে থানা বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের সামনে যেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল শ্রেণীর নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৩টা থেকে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তমিজ সমর্থিত বিএনপির নেতাকর্মীরা শহরের সীমা সিনেমা হল প্রাঙ্গণে জড়ো হন। এরপর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।