ঈশ্বরদী প্রতিনিধি ঃ
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, বিএনপি নেতা এস এম ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন ফাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা প্রদান করত। দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃংখল দল আজকের এই বর্ণাঢ্য র্যালি প্রমাণ করে।