নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁ জেলা বিএনপি আয়োজিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে,এ সময় দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর ছিল উৎসবমুখর।
আজ পহেলা সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা ফুল ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নিয়ে র্যালিটি শেষ হয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে।
সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শত শত কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বরাবরই বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। ৪৭ বছরের এই দীর্ঘ পথচলায় আমরা বহু বাধা-বিপত্তি অতিক্রম করেছি। আগামীতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে দিবসটির শুরুতেই রাত ১২টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কেকটি ছিল প্রতীকীভাবে ৪৭ পাউন্ড ওজনের, যা দলের ৪৭ বছরের পথচলাকে তুলে ধরেন।