গাইবান্ধা প্রতিনিধি ঃ
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে মোছা: হোসনে আরা বেগম (৫০) নামের এক মহিলা নেত্রী পদত্যাগ করেছেন ।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে তার নিজ বাড়ীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী আওয়ামী লীগ নেত্রী হলেন- গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সিরাজুল ইসলাম দুদুর স্ত্রী মোছা: হোসনে আরা বেগম। তিনি ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।
এ বিষয়ে লিখিত বক্তব্যে হোসনে আরা বেগম বলেন, আমি বিগত সময়ে আঃলীগের কোন কমিটিতে ছিলাম না। আঃলীগ সরকার পতনের পর আমাকে অন্যদলের লোকেরা জানায় যে, আমি আঃলীগের বাদিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড-এর সহ-সভাপতি পদে নাকি আছি বিষয়টি জানার পর আজ থেকে আমি ঐ ওয়ার্ডের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এবং আমি ঘোষণা করলাম আজ থেকে আঃলীগের সাথে আমার আর কোন সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না।