বরিশাল প্রতিনিধি ॥
বরিশালে কিশোরী নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নেতা মোঃ জামাল হাওলানার কে বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে নির্যাতনের চেষ্টা ।
ঘটনার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে খুঁটির সাথে বাঁধলেও পরে কৌশলে পালিয়ে যান মো. জামাল হাওলানারনামের ব্যক্তি।
রোববার সকালে বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোডের বেঙ্গল বিস্কুট কারখানা সংলগ্ন খান বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাল হাওলাদার ওই এলাকার মৃত আলী আজগরের ছেলে, সে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ১৭ বছর বয়সী নাতনিকে নিজ ঘরে ধর্ষণের চেষ্টা করে প্রায় ৫০ বছর বয়সী জামাল হাওলাদার। এসময় তার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী সোহাগ ও আনোয়ার ছুটে আসেন।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত জামাল হাওলাদারকে ধরে রাস্তায় নিয়ে বিদ্যুতের খুঁটির সাথে বাঁধার চেষ্টা করে। তখন কৌশলে পালিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরীর মা শিলা জানান, অভিযুক্ত জামাল তার চাচা হন। প্রায় সময় সে আমাদের ঘরে আসে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েকে ঘরে একা রেখে দোকানে গিয়েছিলাম। সেই সুযোগে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে জামাল। মেয়ের ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় আইনী সহায়তা নিবেন বলে জানান তিনি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাত বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসেছে। তাদের মামলা করতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।