সৈয়দপুর প্রতিনিধি ঃ
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ দুপুরে অনুষ্ঠিত হলো এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী দুই বছর অন্তর এ ধরনের মহড়া আয়োজন করা হয়।
বেবিচক, বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা মহড়ায় অংশ নেয়। মহড়ায় হাইজ্যাক ও বোমা হামলার মতো পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে। রানওয়ে ওভারলের ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, নতুন এপ্রোন নির্মাণ শেষ হয়েছে এবং পেরিমিটার রোডের কাজও প্রায় শেষ পর্যায়ে।
অনুষ্ঠানে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।