চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে বিভিন্ন পুজা মণ্ডপ কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি শহরের সত্যনারায়ণ পূজা মন্ডপ থেকে শুরু হয়ে আবারো সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।
হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। মামা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় এ ধরাধামে আসেন তিনি।
এদিকে আজ রাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় পুজারও আয়োজন করা হয়েছে