পিরোজপুর প্রতিনিধি ঃ
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ই শিক্ষার মূল ভিত্তি’ শীর্ষক বিষয় নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, নির্মল চন্দ্র শীল, অদিতি বিশ্বাস এবং সহকারী ইন্সট্রাক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আসফিয়া। আয়োজন করেন, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে উচ্ছ্বাসভরে যুক্তি উপস্থাপন করেন। এ সময় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ই শিক্ষার মূল ভিত্তি’-এর পক্ষে থাকা দল বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।