কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ (১১ অগাস্ট ) সোমবার দুপুরে
ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ৩ নং ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন, তিনি আর ও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশি হাজার সেনাবাহিনীর সদস্য সার্বক্ষণিক ভোট কেন্দ্র মনিটরিং করবে। আগের নির্বাচন গুলোতে শুধু আনসার সদস্য রা ভোট কেন্দ্র অবস্থান করতো। আগামী নির্বাচনে আনসারের পাশাপাশি পুলিশ সদস্য রা ও ভোট কেন্দ্রে অবস্থান করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজদের ঠাই নাই। যারা চাঁদাবাজি বা দখলবাজি করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে উপদেষ্টা বলেন,
সবসময় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন না৷ গাজীপুরের ঘটনায় জড়িতদের বেশিরভাগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।এর আগে তিনি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন, এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিনাত ফৌজিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি, আব্দুল্লাহ আল মামুন।