ধামরাই প্রতিনিধি:
ঢাকা ধামরাই প্রেসক্লাব আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার আমামীদের ফাঁসির দাবিতে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত কাজ রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ।
রবিবার বিকাল ৪ টা সময় পৌর শহরের থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঘন্টাবেপি এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধামরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল কাদের, সাবেক সভাপতি কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৈকত,সমকাল সাংবাদিক মোকলেছুর রহমান, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আজহারুল ইসলাম রাজু, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি বাবুল হোসেন, ইনকিলাব পত্রিকা প্রতিনিধি আনিসুর রহমান স্বপন,ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান সহ সকল সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ রোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান।
এ ছাড়াও মানববন্ধনে ধামরাই উপজেলার বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।