পিরোজপুর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ শনিবার (৯ আগস্ট) বিকালে শহরের সাঈদী ফাউন্ডেশনের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসা সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইসহাক আলী খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি কে এম ইমরান খান প্রমুখ। সম্মেলনে ইন্দুরকানী উপজেলা ও পিরোজপুর সদর উপজেলার সেন্টার কমিটি গুলোর সভাপতি-সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।